বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে ডিএসইর এমডির সাক্ষাৎ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ আগস্ট ২০২১, ০৫:৩৭ পিএম


বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে ডিএসইর এমডির সাক্ষাৎ

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিকুল আমিন ভূঁইয়া।

সোমবার ( ৯ আগস্ট) বিএসইসির চেয়ারম্যানের কার্যালয়ে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি গত ২৫ জুলাই ডিএসইর এমডি হিসেবে যোগদান করেন।

সৌজন্য সাক্ষাতে ডিএসইর এমডি পুঁজিবাজারের বর্তমান অবস্থা, বিনিয়োগকারীদের প্রত্যাশা এবং ডিএসইর বর্তমান সমস্যাগুলো নিয়ে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন। কমিশনের চেয়ারম্যান পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বেশ কিছু পরামর্শ দেন।

এমআই/এসএম

Link copied