সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ আগস্ট ২০২১, ০৭:১০ পিএম


সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন

সোনা কল্যাণ ইনস্যুরেন্স লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১০ আগস্ট) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিওর অনুমোদন দেয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সভায় সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের আইপিওর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০ টাকা অভিহিত মূল্যে এক কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে।

উত্তোলিত অর্থ দিয়ে সেনা কল্যাণ ইনস্যুরেন্স লিমিটেড পুঁজিবাজারে বিনিয়োগ, নিজস্ব অফিস ক্রয় ও তফসিলি ব্যাংকের স্থায়ী আমানত রাখবে। এছাড়া আইপিওর খরচ বাবদ ব্যয় করবে কোম্পানিটি।

প্রসপেক্টাস অনুসারে, ৩১ ডিসেম্বর ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৯৩ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২১ টাকা ৯ পয়সা। বিগত ৫ বছরে ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ টাকা ৬৫ পয়সা।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড।

এমআই/এসএসএইচ

Link copied