দরপতনে সপ্তাহ শুরু

দরপতনের মধ্য দিয়ে আগস্টের শেষ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৯ আগস্ট) পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান খাতের পাশাপাশি প্রকৌশল, বিদ্যুৎ ও জ্বালানি খাতের শেয়ারের দাম কমেছে।
এতে রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৮৬ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। ফলে সর্বশেষ টানা তিন দিন (বুধ, বৃহস্পতি ও রোববার) পুঁজিবাজারে দরপতন হলো।
ডিএসইর তথ্য মতে, রোববার ডিএসইতে মোট ৩৭৫টি প্রতিষ্ঠানের ৫৩ কোটি ৩৩ লাখ ৫১ হাজার শেয়ার হাত বদল হয়েছে। এর মধ্যে ১৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৮৪৬ কোটি ৮৯ লাখ ৭ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ২২৭ কোটি ৬৪ লাখ ৩ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমেছে।
বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৭ দশমিক ৭১ পয়েন্ট কমে ৬ হাজার ৮২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৪৮৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ২ হাজার ৪৪৩ পয়েন্টে অবস্থান করছে।
এ দিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। দ্বিতীয় স্থানে ছিল লাফার্জ-হোলসিম লিমিটেড। এরপর সর্বোচ্চ লেনদেন হয়েছে সাইফ পাওয়ার শেয়ার। এরপর যথাক্রমে ছিল-প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, শাইনপুকুর সিরামিক, আমান ফিড, লঙ্কা বাংলা ফাইন্যান্স,আইএফআইসি ব্যাংক,ইসলামিক ফাইন্যান্স এবং ফুয়াং ফুড লিমিটেড।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট কমে ১৯ হাজার ৮৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১০১টির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৮৫ কোটি ১৩ লাখ ৭৯ হাজার ৩৭৩ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৮২ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৪৬৬ টাকা।
এমআই/এসকেডি