প্রথম ঘণ্টায় সূচক বাড়ল ৪৮ পয়েন্ট

ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বস্ত্র, ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩১ আগস্ট) সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন চলছে।
লেনদেনের প্রথম ঘণ্টায় (সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৪৭ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১০১ পয়েন্ট।
ডিএসইর তথ্যমতে, এ সময়ে বাজারে মোট ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৫৯টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। লেনদেন হয়েছে ৫৯৬ কোটি ৩০ লাখ ৪১ হাজার টাকা।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৯০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৫৩ পয়েন্টে অবস্থান করছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০১ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৯৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেন হয়েছে ১২ কোটি ৭০ লাখ ৭২ হাজার ২৬৫টাকা।
এমআই/জেডএস