বারাকা পতেঙ্গা পাওয়ারে নিলাম শুরু ১৫ ফেব্রুয়ারি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ জানুয়ারি ২০২১, ০৮:৫৭ এএম


বারাকা পতেঙ্গা পাওয়ারে নিলাম শুরু ১৫ ফেব্রুয়ারি

সংগৃহীত ছবি

বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের বিডিং অর্থাৎ নিলাম শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল ৫টা থেকে। ৭২ঘন্টার এ নিলাম চলবে ১৮ ফেব্রুয়ারি বিকেল ৫ পর্যন্ত। কোম্পানিটি প্রাথমিক গণ-প্রস্তাবের (আইপিও) বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে পুঁজিবাজার থেকে ২২৫ কোটি টাকা উত্তোলন করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কোম্পানি সচিব আসাদুর রহমান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বারাকা পাওয়ারকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিডিংয়ের অনুমোদন দিয়েছে। সে লক্ষ্যে আমরা কোম্পানিটির প্রস্তুতির পর তারিখ নির্ধারণ করেছি।

গত ৫ জানুয়ারি বিএসইসির ৭৫৫তম কমিশন সভায় বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডকে যোগ্য বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করার জন্য নিলামের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর করণীয় হিসেবে স্টক এক্সচেঞ্জ কোম্পানিটির বিডিংয়ের সময় নির্ধারণ করেছে। শেয়ারের চাহিদা অনুসারে বিডিংয়ে কোম্পানির কাট-অফ প্রাইস নির্ধারণ করা হবে। এ মূল্যের চেয়ে ১০ শতাংশ কম দরে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করবে কোম্পানিটি।

বর্তমানে বারাকা পতেঙ্গার ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে লংকা-বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

পুঁজিবাজার থেকে উত্তোলিত এ টাকা বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড তার সহযোগী প্রতিষ্ঠান কর্ণফুলী ও বারাকা পাওয়ারে বিনিয়োগ করবে। একই সঙ্গে আংশিক দীর্ঘ মেয়াদী ঋণ পরিশোধ ও আইপিওর জন্য ব্যয় করবে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত অর্থবছরে বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৪ টাকা ৩৭ পয়সা। আর এককভাবে ইপিএস ছিল ১ টাকা ৮৪ পয়সা।

৩০ জুন, ২০২০ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা। আর এককভাবে এনএভিপিএস ছিল ২০ টাকা ৯৮ পয়সা।

এমআই/এমএইচএস

Link copied