মুনাফা বেড়েছে আইপিডিসির

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ অক্টোবর ২০২১, ০১:২৩ পিএম


মুনাফা বেড়েছে আইপিডিসির

গত বছরের তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের। 

বিদায়ী প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। এর আগের বছর একই সময় ইপিএস ছিল ৫০ পয়সা। অর্থাৎ ৯ পয়সা ইপিএস বেড়েছে। সোমবার (১৮অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

ডিএসইর তথ্য মতে, ২০২১ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৭০ পয়সা। যা আগের অর্থবছরের একই সময়ে মুনাফা (ইপিএস) হয়েছিল ১ টাকা ৩৫ পয়সা। সে হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৩৫ পয়সা বা ২৬ শতাংশ।

এর মধ্যে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা (ইপিএস) ছিল ৫০ পয়সা। সেই হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৯ পয়সা বা ১৮ শতাংশ। তাতে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৪৮ পয়সা।

এমআই/এসকেডি

Link copied