লাভেলো আইসক্রিমের নগদ লভ্যাংশ ঘোষণা

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ অক্টোবর ২০২১, ০৭:১৭ পিএম


লাভেলো আইসক্রিমের নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

সোমবার (১৮ অক্টোবর) জুলাই ২০২০ থেকে ৩০ জুন ২০২১ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি এই লভ্যাংশ ঘোষণা করে। এর ফলে লাভেলোর বিনিয়োগকারীরা ১ টাকা ১০ পয়সা করে লভ্যাংশ পাবেন।

বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪১ পয়সা। সেখান থেকে এক টাকা ১০ পয়সা লভ্যাংশ দেওয়া হয়েছে। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৩১ পয়সা।

গত ৩০ জুন ২০২১ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৫৭ পয়সা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে। ওই দিন ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।

এমআই/এমএইচএস

Link copied