ইউসিবির কাস্টোডিয়ান লাইসেন্সের অনুমোদন

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ জানুয়ারি ২০২১, ১১:৩২ এএম


ইউসিবির কাস্টোডিয়ান লাইসেন্সের অনুমোদন

সিকিউরিটি কাস্টোডিয়ান লাইসেন্সের অনুমোদন পেলো পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড।

সোমবার (২৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইউসিবিকে চিঠি দিয়ে সিকিউরিটি কাস্টোডিয়ান লাইসেন্সের অনুমোদন দিয়েছে। এর ফলে ইউসিবি পুঁজিবাজারে কাস্টোডিয়ান হিসেবে কোম্পানিগুলোতে কাজ করতে পারবে।

কোম্পানির তথ্য মতে, ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউসিবির পাশাপাশি ইউসিবি ক্যাপিটালও রয়েছে ইউসিবি গ্রুপের। নতুন লাইসেন্স অনুমোদনের পর পুঁজিবাজারের সঙ্গে ইউসিবির সম্পৃক্ততা আরও বাড়বে।

এই গ্রুপটি ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ও ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড মোট তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের পুঁজিবাজারে অবদান রাখছে।

এর মধ্যে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট দেশের অন্যতম শীর্ষ ব্রোকার। ২০২০ সালে এই ব্রোকারহাউজ লেনদেনের পরিমাণের দিক থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে দ্বিতীয় অবস্থানে ছিল।

এমআই/এসআরএস

Link copied