শেয়ারহোল্ডারদের হতাশ করল ওয়েস্টার্ন মেরিন ও ইস্টার্ন কেবলস

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ নভেম্বর ২০২১, ০৩:৩২ পিএম


শেয়ারহোল্ডারদের হতাশ করল ওয়েস্টার্ন মেরিন ও ইস্টার্ন কেবলস

লভ্যাংশ না দিয়ে শেয়ারহোল্ডারদের হতাশ করল পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও ইস্টার্ন কেবলস লিমিটেড। কোম্পানি দুইটির পরিচালনা পর্ষদ ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোনো লভ্যাংশ না দেওয়ার এই ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বিদায়ী বছরে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০ দশমিক ৪ পয়সা। তাতে চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৪০ পয়সা।

লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

অপর কোম্পানি ইস্টার্ন কেবলসের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৬৮ পয়সা। তাতে চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৪২ পয়সা।

লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর।

এমআই/এমএইচএস

Link copied