বিনিয়োগকারীদের হতাশ করল ইন্টারন্যাশনাল লিজিং

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ নভেম্বর ২০২১, ১২:৩৬ পিএম


বিনিয়োগকারীদের হতাশ করল ইন্টারন্যাশনাল লিজিং

শেয়ারহোল্ডারদের আরও বেশি হতাশ করল পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স ইনভেস্টমেন্ট লিমিটেড।

কোম্পানটির পরিচালনা পর্ষদ ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ সংবাদে হতাশ বিনিয়োগকারীরা।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, বিদায়ী বছরে কোম্পানির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান হয়েছে ৩১ টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ১২৬ টাকা ৩৬ পয়সা। লোকসানে থাকায় শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে পারেনি কোম্পানি কর্তৃপক্ষ।

লভ্যাংশ না দেওয়ার বিষয়টি শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ ডিসেম্বর। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ ডিসেম্বর।

এদিকে ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড চলতি বছরের জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই ’২১-সেপ্টেম্বর ’২১) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১২ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৪ পয়সা।

আর চলতি বছরের তিন প্রান্তিক অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি ’২১-সেপ্টেম্বর ’২১) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৭১ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ১১ টাকা ৩৮ পয়সা। তাতে গত নয় মাসে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫২ টাকা ৬৪ পয়সা।

এমআই/আইএসএইচ/অফ

Link copied