বিএসইসির সাবেক কমিশনার স্বপন কুমার বালা আর নেই

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ ডিসেম্বর ২০২১, ০২:২২ পিএম


বিএসইসির সাবেক কমিশনার স্বপন কুমার বালা আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার স্বপন কুমার বালা আর নেই। 

বুধবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিএসইসির বর্তমান কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ।

সাবেক কমিশনার স্বপন কুমার বালা এর আগে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্বপালন করেন। 

এছাড়াও তিনি প্রফেশনাল কস্ট অ্যাকাউন্ট্যান্টদের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

এমআই/জেডএস

Link copied