আমান কটনে বড় অনিয়ম, পরিচালকদের ৩ কোটি টাকা করে জরিমানা

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৩ জানুয়ারি ২০২২, ০৫:১৭ পিএম


আমান কটনে বড় অনিয়ম, পরিচালকদের ৩ কোটি টাকা করে জরিমানা

বড় অনিমে অনিয়মের দায়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান কটন ফাইবার্স লিমিটেডের পরিচালকদের ৩ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০৭ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির তথ্য মতে, সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে আজকে সবাই আমান কটন ফাইবার্স লিমিটেডের প্রত্যেক পরিচালককে ৩ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরিমানার আওতার বাইরে থাকবে স্বতন্ত্র পরিচালকরা। 

একই সঙ্গে কোম্পানিটির ৭৩ কোটি টাকার স্থায়ী আমানতের লাইসেন্স বাতিল করে সাত কার্যদিবসের মধ্যে কমিশনকে জানাতে বলা হয়েছে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। 

তিনি বলেন, নানা অনিয়মের কারণে আমান কটন ফাইবার্সের পরিচালকের জরিমানা করা হয়েছে। এছাড়াও আমান কটনের নিরীক্ষা প্রতিষ্ঠান এটিএখান অ্যান্ড কোম্পানিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এমআই/এসএম

Link copied