সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৭ এএম


সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে চলছে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারের (৪ ফেব্রুয়ারি) লেনদেন। দিনের শুরুতে গ্রামীণফোনের শেয়ারসহ বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তাতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য মতে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১১৬ কোটি ১৮ লাখ টাকা।

আধা ঘণ্টায় ডিএসইতে ২৫৭টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬০৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ২ পয়েন্ট, তবে ডিএস-৩০ সূচক বেড়েছে ১৫ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ সময়ে লেনদেন হয়েছে ৪ কোটি ৮৮ লাখ টাকার। সিএসইর প্রধান সূচক ১২ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ১৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮টির, কমেছে ২৬টির, অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ারের দাম।

এমআই/জেডএস

Link copied