ডিএসইতে আধা ঘণ্টায় লেনদেন ২শ কোটি টাকা

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। তাতে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ১৩ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তাতে লেনদেন হয়েছে প্রায় ২শ কোটি টাকা।
ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত সময়ে ৩৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮২টির ও অপরিবর্তিত রয়েছে ৬৩টির দাম।
এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ১ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়েছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৯২ কোটি ২০ লাখ ৪৯ হাজার টাকা। এর আগের দিন একই সময়ে লেনদেন হয়েছিল ১৮৮ কোটি ২০ লাখ ৩৬ হাজার টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৩ কোটি ৭১ লাখ ১২ হাজার ২৮২ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ২ কোটি ৬২ লাখ ১৯ হাজার ৭৭৪ টাকার শেয়ার।
সিএসইতে আধা ঘণ্টায় ১০৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির দাম।
এমআই/জেডএস