মুনাফায় বড় চমক বিএসসির

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:২২ পিএম


মুনাফায় বড় চমক বিএসসির

প্রথম প্রান্তিকের পর দ্বিতীয় প্রান্তিকে আরও বড় চমক দেখাল পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) কোম্পানি লিমিটেড।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ৩ টাকা ৯৪ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৮ পয়সা। অর্থাৎ, ২ টাকা ৮৬ পয়সা ইপিএস বৃদ্ধি দেখানো হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় কোম্পানির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ হিসেব প্রকাশ করা হয়।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কোম্পানি সচিব আশরাফ হোসেন। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে শিপিং সেক্টরে জাহাজ ভাড়া অনেক বৃদ্ধি পাওয়া ২০২০-২০২১ অর্থ বছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে নীট মুনাফা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে বিএসসির শেয়ারপ্রতি আয় গত অর্থবছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

কোম্পানি তথ্য মতে, ‍জুলাই থেকে ডিসেম্বর দুই প্রান্তিকে বিএসসির শেয়ারপ্রতি আয় হয়েছে ৮ টাকা ২৮ পয়সা। যা ২০২০ সালের একই সময়ে ছিল মাত্র ১ টাকা ৬৬ পয়সা। অর্থাৎ, শেয়ারপ্রতি ৬ টাকা ৬২ পয়সা মুনাফা বেড়েছে। যা ৫ গুণের বেশি।

এর মধ্যে কেবল দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর ২০২১ সমাপ্ত সময়ে বিএসসির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৯৪ পয়সা। গত বছর যা ছিল ১ টাকা ৮ পয়সা।  

তাতে গত ছয় মাসে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ দাঁড়িয়েছে ১১ টাকা ৫৭ পয়সায়। যা আগের বছর ছিল ৪ টাকা ৪১ পয়সা।

এদিকে মুনাফা বৃদ্ধির খবরে বুধবার শেয়ারটির দাম বেড়েছে ৬ টাকা ৭০ পয়সা। অর্থাৎ, ১৩৬ টাকা ৭০ পয়সা থেকে ১৪৩ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।

এমআই/এইচকে

Link copied