কুইন সাউথের বোনাস শেয়ার অনুমোদন

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৯ এএম


কুইন সাউথের বোনাস শেয়ার অনুমোদন

কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ১০ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটির মূল্যসংবেদনশীল তথ্যের (পিএসআই) প্রস্তাব অনুমোদন করেছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৮ সালে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানটি বোনাস শেয়ার ছেড়ে এই টাকা দিয়ে পরিশোধিত মূলধন বৃদ্ধি করবে। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ১৩০ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ২০০ টাকা। ১ কোটি ৩০ লাখ ৮৭ হাজার ৬০২টি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়িয়ে ১৪৩ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার ২২০ টাকায় উন্নীত করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা। সেই হিসাবে স্টক লভ্যাংশের মাধ্যমে তাদের পরিশোধিত মূলধন বাড়াবে ১৩ কোটি ৮ লাখ ৭৬ হাজার ২০ টাকা।

২শ কোটি টাকার অনুমোদিত মূলধনের কোম্পানটিতে রিজার্ভে রয়েছে ৭০ কোটি ৭৬ লাখ টাকা। ১৩ কোটি ৮ লাখ ৭৬ হাজার ২০টি শেয়ার রয়েছে কোম্পানটির। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৫৩ দশমিক ২৩ শতাংশ শেয়ার।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৮ দশমিক শূন্য ৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে দশমিক ১৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৮ দশমিক ৫৯ শতাংশ শেয়ার।

রোববার কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২৮ টাকা ৭০ পয়সা।

এমআই/এসএম

Link copied