উৎপাদন বাড়ানোর খবরে দাম বাড়ল মতিন স্পিনিংয়ের

স্পেশাল ইয়ার্ন ইউনিট প্রকল্পের মাধ্যমে দিনে ১০ টন উৎপাদনক্ষমতা বাড়াবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেড। এ খবরে সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ারটি দাম বেড়েছে ২ শতাংশ।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিংয়ের দিনে ৫১ টন উৎপাদনক্ষমতা রয়েছে। সে সঙ্গে স্পেশাল ইয়ার্ন ইউনিটের আরও ১০ টন উৎপাদনক্ষমতা বাড়বে। ফলে দিনে উৎপাদন হবে ৬১ টন পণ্য।
এ খবরে রোববার (০৭ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৭০ পয়সা। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ৩৫ টাকায়।
গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৮ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। তার আগের বছর অর্থাৎ ২০১৯ সালে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের পরিমাণ ছিল ১৫ শতাংশ।
কোম্পানিটির নতুন এই প্রকল্পে খরচ হবে ১৮৬ কোটি টাকা। মতিন স্পিনিং ১২৫ কোটি টাকা জার্মানি থেকে ঋণ নেবে। আর বাকি ৬১ কোটি টাকা কোম্পানির নিজস্ব অর্থায়ন থেকে বিনিয়োগ করবে।
এই প্রকল্প সম্পূর্ণ হওয়ার পর মতিন স্পিনিংয়ের বছরে গড় উৎপাদনক্ষমতা বাড়বে সাড়ে ৮ থেকে ৯ টন। কোম্পানির বার্ষিক টার্নওভার দাঁড়াবে ৯৫ থেকে ১০০ কোটি টাকা।
বর্তমানে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩২ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১১ শতাংশ শেয়ার।
এমআই/জেডএস