বন্ড ছাড়বে ইউসিবি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি ২০২২, ১১:২১ এএম


বন্ড ছাড়বে ইউসিবি

বে-মেয়াদি বন্ড ছাড়বে পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড। আনসিকিউড, কন্টিন্টজেন্ট কনভার্টিবল দ্বিতীয় পারপাচ্যুয়াল বন্ড ইস্যু করে পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে ব্যাংকটি।

মঙ্গলবার (২২ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ ব্যাংকটির অতিরিক্ত টিয়ার-১ মূলধন হিসেবে অন্তর্ভুক্ত হবে বলে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির অনুমোদনের পরই বন্ড ইস্যুর মাধ্যমে টাকা উত্তোলনের প্রক্রিয়া শুরু করবে ইউসিবি।

এমআই/এমএইচএস

Link copied