ডিগ্রির চেয়ে শিক্ষার্থীদের কর্মদক্ষতা বেশি জরুরি : শিক্ষামন্ত্রী

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২৪ পিএম


ডিগ্রির চেয়ে শিক্ষার্থীদের কর্মদক্ষতা বেশি জরুরি : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ব খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীদেরকে কমিউনিকেশনস স্কিলস, টিম বিল্ডিং, সফট স্কিলস, ভ্যালুজ-এসব শেখাতে হবে। শিক্ষার্থীদের ডিগ্রি নিয়ে বের হওয়ার চেয়ে বেশি জরুরি তারা কর্মদক্ষতা নিয়ে বের হচ্ছে কি না। তারা লেখা-পড়া শেষ করে আনন্দময় অভিজ্ঞতা নিয়ে বের হচ্ছে কি না সেটাও নিশ্চিত করতে হবে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) অধীন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের ১৮ ও ১৯ তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের মূল কাজ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের তৃষ্ণা জাগিয়ে তোলা। এটি খুব বেশি জরুরি। কারণ এখন আর জ্ঞানের উৎস কেবলই শিক্ষক নন। আরও অনেক উৎস আছে। একজন শিক্ষকের ভূমিকা এখন বেশি গাইড হিসেবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেন, দেশে প্রতিটি শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। তারা যে নতুন জ্ঞান সৃষ্টি করছে, চর্চা করছে, সেটি তাদের মধ্যে জাগ্রত করতে হবে। জ্ঞান আহরণের পদ্ধতিটি তাদের শেখাতে হবে। আমরা যখন তাদেরকে জ্ঞানের প্রকৃত আলো দিতে পারব, তখনই সে নিজের মধ্যে শক্তি খুঁজে পাবে। এই কাজটুকু যদি শিক্ষকরা করতে পারেন, তাহলে আগামী প্রজন্মের প্রতিটি শিক্ষার্থী আলোকিত মানুষ হিসেবে তৈরি হবে।

শিক্ষক প্রশিক্ষণ একসঙ্গে ২টি ব্যাচের ৮টি বিষয়ের বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম গত ১ ফেব্রুয়ারি শুরু হয়। এই প্রশিক্ষণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের মোট ৪৬২ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

২৮ দিনব্যাপী চলা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য স্থপতি অধ্যাপক ড. নিজামউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম হাওলাদার, সিইডিপির প্রকল্প পরিচালক ড. এ কে এম মুখলেছুর রহমান।

এএজে/আইএসএইচ

Link copied