মতিঝিল আইডিয়ালের অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪১ পিএম


মতিঝিল আইডিয়ালের অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিলের অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হয়েছেন ফাওজিয়া রাশেদী। তিনি প্রতিষ্ঠানটির মতিঝিল শাখার এবং পৌরনীতি ও সুশাসন বিষয়ের শিক্ষক। চাকরি থেকে অবসরের দিন তার হাতে দায়িত্ব দিয়ে গেছেন কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম।

বিষয়টি নিশ্চিত করেছেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিলের গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ জামান।

তিনি বলেন, সুদীর্ঘ প্রায় ১৯ বছর দক্ষতার সঙ্গে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিলের অধ্যক্ষের দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানটিকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন ড. শাহান আরা বেগম। আজ চাকরি থেকে অবসরের দিনে অন্তর্বর্তী অধ্যক্ষের দায়িত্ব দিয়ে গেলেন কলেজের জ্যেষ্ঠতম শিক্ষক ফাওজিয়া রাশেদীকে। আশা করি, ফাওজিয়া রাশেদী অর্পিত দায়িত্ব পালনে সফল হবেন।

এএজে/আইএসএইচ

Link copied