প্রত্যন্ত অঞ্চলের সাড়ে ৬শ প্রাথমিকে চলছে ডিজিটাল শিক্ষা
সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থে ইতোমধ্যেই দুর্গম প্রত্যন্ত অঞ্চলের সাড়ে ৬শ প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষার কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সোমবার (৮ ফেব্রুয়ারি) ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’র মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপবৃত্তি দেওয়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজন করা অনুষ্ঠানে মন্ত্রী ভার্চুয়ালি যুক্ত ছিলেন। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের কাজ হাতে নেওয়ার ফলে বাংলাদেশ ডিজিটাল শিক্ষা বিস্তারে দৃষ্টান্ত হিসেবে গড়ে উঠছে। শিক্ষক অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে মেধাবী জাতি বিনির্মাণে প্রাথমিক শিক্ষার ডিজিটাল রূপান্তরের চলমান কর্মসূচি সফল করতে সম্মিলিত উদ্যোগে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দ্বীপ, চর ও হাওর অঞ্চলসহ দেশের প্রতিটি অঞ্চলে ডিজিটাল কানেক্টিভটি পৌঁছে দিতে আমরা কাজ করছি বলেও যোগ করেন মোস্তাফা জব্বার। তিনি জানান, শিশুদের বিষয়ে বেশি যত্নবান হতে হবে। শিশুদের প্রতি সবচেয়ে যত্নশীল হওয়ার মাধ্যমে একটি মেধাবী জাতি বিনির্মাণের বিকল্প নেই।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি কর্মসূচি প্রাথমিক শিক্ষা বিস্তারে একটি মাইলফলক। শিশুরাই জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্য সমাজের আগামীর সৈনিক। প্রাথমিক শিক্ষা হচ্ছে ভবিষ্যৎ জাতি গঠনের সোপান উল্লেখ করে তিনি বলেন, আজকের শিশুরাই বাংলাদেশের ভবিষ্যৎ। ওদের হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, প্রত্যন্ত অঞ্চলে যেখানে সভ্যতা পৌঁছেনি, সেখানে শিক্ষাকে ডিজিটালাইজড করার কাজ সরকার শুরু করেছে। বঙ্গবন্ধু একটি সমৃদ্ধ জাতি বিনির্মাণের ধারাবাহিকতায় প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর মান উন্নয়নে যুগান্তকারী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছেন।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. হাসিবুল আলম এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুর বক্তব্য রাখেন। এ সময় জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির কারণেই শিক্ষাকে সচল রাখা ও মিটিংসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে উপবৃত্তি দেওয়া সম্ভব হচ্ছে।
একে/এমএইচএস