এলএলবি শেষ পর্বের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৮৬ শতাংশ। সারাদেশে ১০ হাজার ৭১১ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ) আতাউর রহমান এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো আপত্তি থাকলে এক মাসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। নির্ধারিত সময়ের পর এ সম্পর্কিত কোনো আপত্তি বা অভিযোগ গৃহীত হবে না।
এএজে/আইএসএইচ