রাজশাহীতে অধ্যক্ষকে মারধর, তদন্তের নির্দেশ মাউশির

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই ২০২২, ০৫:৩৭ পিএম


রাজশাহীতে অধ্যক্ষকে মারধর, তদন্তের নির্দেশ মাউশির

রাজশাহীর গোদাগাড়ীতে রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) পরিচালক (কলেজ ও প্রশাসন উইং) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করে শাহেদুল খবির চৌধুরী বলেন, মাউশি থেকে রাজশাহীর গোদাগাড়ীতে রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের অভিযোগ তদন্ত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মাউশির রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. মো. কামাল হোসেনকে এ নির্দেশ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, গত ৭ জুলাই রাত ৯টার দিকে নিজ চেম্বারে অধ্যক্ষ সেলিম রেজাকে হকি স্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠে  রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে।

এএজে/এসকেডি

Link copied