প্রাথমিকের নতুন শিক্ষকরা সেপ্টেম্বরের মধ্যে যোগ দেবেন

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই ২০২২, ০২:৩১ পিএম


প্রাথমিকের নতুন শিক্ষকরা সেপ্টেম্বরের মধ্যে যোগ দেবেন

তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা ও ফলপ্রকাশ শেষে আগামী সেপ্টেম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সহকারী শিক্ষকরা যোগদান করবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বুধবার (২৭ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক বদলি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিকের শূন্য পদে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। বর্তমানে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা চলছে। সেপ্টেম্বর মাসের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করে যোগদান করানো হবে। 

এ নিয়োগ কার্যক্রমের মাধ্যমে সারাদেশে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

নতুন কারিকুলামের পাইলটিং বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম বলেন, আগস্ট থেকে দেশের তিন হাজার ২১৪ বিদ্যালয়ে পাইলটিং শুরু করা হবে। দেশের সব প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেনে প্রাথমিকের একই ধরনের পাঠ্যবই পড়ানো হবে। 

বিদ্যালয়ে ভিন্ন ভিন্ন পাঠ্যবই পড়ানো যাবে না বলেও জানান তিনি।

এএজে/এসএইচআর/আরএইচ

Link copied