শিশুদের টিকা নিতে লাগবে নিবন্ধন

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই ২০২২, ০৮:১৯ পিএম


শিশুদের টিকা নিতে লাগবে নিবন্ধন

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা নিতে ৫ থেকে ১২ বছরের নিচের শিশুদের জন্মনিবন্ধন থাকতে হবে এবং ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর দিয়ে সুরক্ষা অ্যাপে অবশ্যই নিবন্ধন করতে হবে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীর সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, শিক্ষার্থীদের বয়সসীমা হবে ৫ বছর থেকে ১১ বছর (১১ বছর ৩৬৪ দিন)। এ বয়সসীমার শিক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণ করতে অবশ্যই সুরক্ষা অ্যাপ/সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধিত হতে হবে।

এতে আরও বলা হয়, যেসব শিক্ষার্থীর ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর নেই তাদের অবশ্যই ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকরা বিষয়টি নিশ্চিত করবেন।

এর আগে গত ১৮ জুলাই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, আগস্ট মাসে ৫ থেকে ১২ বছরের শিশুদের করোনার টিকা দেওয়া হবে। ৫ থেকে ১২ বছরের দুই কোটি শিশু রয়েছে। এদের মধ্যে এক কোটি শিশুকে প্রথমে টিকার আওতায় আনা হবে।

সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশনের জন্য অভিভাবকদের দ্রুত শিশুদের জন্ম নিবন্ধন করারও আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

এএজে/এসকেডি

Link copied