শোক দিবসের সভায় অনুপস্থিত, এমপিও স্থগিত হচ্ছে ৫ মাদ্রাসার!

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট ২০২২, ১১:১০ পিএম


শোক দিবসের সভায় অনুপস্থিত, এমপিও স্থগিত হচ্ছে ৫ মাদ্রাসার!

শোক দিবসের প্রস্তুতিমূলক সভায় উপস্থিত না থাকায় পাঁচটি মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এসব মাদ্রাসার এমপিও স্থগিত ও স্বীকৃতি বাতিল হতে পারে বলে অধিদপ্তরের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।

জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে গত রোববার (৩১ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় অংশগ্রহণের জন্য সব মাদ্রাসার অধ্যক্ষ/সুপারদের পত্র প্রেরণ করা হয় এবং মোবাইলেও অবহিত করা হয়। তারপরও পাঁচটি মাদ্রাসার অধ্যক্ষ/সুপার কিংবা মাদ্রাসার কোনো প্রতিনিধি সভায় উপস্থিত হননি; এমনকি অনুপস্থিতির বিষয়ে অধিদপ্তরকে অবহিতও করা হয়নি। 

মাদ্রাসাগুলো হলো,

১. কাদেরিয়া তৈয়ারিয়া আলিয়া (কামিল) মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা।

২। তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা, উত্তরা, ঢাকা।

৩। নূরে মোহাম্মাদিয়া (সা.) হাফিজিয়া আলিম মাদ্রাসা, ডেমরা, ঢাকা।

৪। আমুলিয়া মেন্দিপুর ইসলামিয়া মাদ্রাসা, ডেমরা, ঢাকা।

৫। হাফেজ আ. রাজ্জাক জামেয়া ইসলামিয়া মাদ্রাসা, আজিমপুর, ঢাকা।

সোমবার (১ আগস্ট) এসব মাদ্রাসার অধ্যক্ষ বরাবর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. সাইফুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতার শাহাদত-বার্ষিকী পালনের প্রস্তুতিমূলক সভায় অনুপস্থিত থাকা বেআইনি, বিধিবহির্ভূত এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তথ্য সরকারি নির্দেশের চরম অবজ্ঞা ও অবহেলার সামিল।

এ অবস্থায়, সরকারি আদেশ অমান্য করে জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভায় অনুপস্থিত থাকার কারণে আপনার/আপনার মাদ্রাসার এমপিও স্থগিত এবং মাদ্রাসার স্বীকৃতি বাতিলসহ কেন অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে মর্মে ৩ আগস্টের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এএজে/এসকেডি

Link copied