নাচোল কলেজের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকায় প্রস্তুতি সভা

নাচোল সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার বিকেলে ঢাকায় বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কলাবাগানের গ্রিন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।
এছাড়াও সভায় অংশ নেন রাজধানী ঢাকায় বসবাসকারী চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বিশেষ এই প্রস্তুতি সভায় উপস্থিত থেকে নাচোল সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব সফলভাবে সম্পন্ন করার বিষয়ে মতামত দেন।
সাবেক অতিরিক্ত সচিব এএইচএম আবদুলাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হাবিবুর রহমান হাবু, লিন্ডা আমিন, আতাউর রহমান, ওবাইদুর রহমান, রফিকুল ইসলাম জেন্টু, গোলাম কিবরিয়া সিটু, আশরাফুল ইসলাম, নাসরিন সুলতানা নিপা, কামাল আহমেদুজ্জোহা পলাশ, সাফির উদ্দিন, গোলাম মোস্তফা, রুখসানা জোহা পল্লবী, ফেরদৌস মোবারক প্রমুখ।
সভায় নাচোল সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব সফলভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। উৎসবের তারিখ প্রাথমিকভাবে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর নির্ধারণ করা হলেও তা এক-দুই সপ্তাহ পেছানোর বিষয়ে মত দেন উপস্থিত প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।
সভায় এএইচএম আবদুলাহ ও হাবিবুর রহমান হাবুকে আহ্বায়ক করে নাচোল উপজেলা সমিতি, ঢাকার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
-বিজ্ঞপ্তি
