ইএফটিতে বেতন-শিক্ষকদের তথ্য সংশোধন করা যাবে ১৪ মার্চ পর্যন্ত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে বেতন দেওয়ার লক্ষ্যে এরইমধ্যে শিক্ষকদের তথ্য ইএমআইএস সফটওয়্যারের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সফটওয়্যারে নিবন্ধন করতে গিয়ে অনেক প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীদের তথ্য দিতে ভুল করেছে। আর এগুলো সংশোধনের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
বুধবার (১০ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এক নির্দেশনা দেশের সব আঞ্চলিক, জেলা ও উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে এমপিওভুক্ত স্কুল-কলেজের প্রধানদের পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, ভুল তথ্য দেওয়া প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৪ মার্চের মধ্যে এমপিও কোড, ইআইআইএনসহ শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান প্রধানের নাম ও মোবাইল নম্বর এনটিআরসিএ-র কাছে পাঠাতে হবে। নির্ধারিত লিংকে প্রবেশ করে ‘গুগল ফরমে’ এসব তথ্য অন্তর্ভুক্ত করতে হবে প্রতিষ্ঠানগুলোকে। এমপিও কোড ও ইআইআইএন দেওয়া প্রতিষ্ঠানগুলোকে তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হবে।
জানা গেছে, forms.gle/X6vBjsGfUSvW8Nic7 লিংকে প্রবেশ করে ‘গুগল ফরমে’ ১৪ মার্চের মধ্যে ভুল তথ্য দেওয়া প্রতিষ্ঠানের এমপিও কোড, ইআইআইএন, ফোন নম্বর ও ইমেইল অন্তর্ভুক্ত করতে বলেছে শিক্ষা অধিদপ্তর। তবে যেসব প্রতিষ্ঠান সঠিক তথ্য দিয়েছে তাদের এ ফরম পূরণ করার প্রয়োজন নেই।
আদেশে আরও বলা হয়েছে, তথ্য সঠিক না থাকলে ইএফটির মাধ্যমে পাঠানো এমপিও টাকা শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না।
মুজিববর্ষ উপলক্ষে অর্থ মন্ত্রণালয় দেশের সব সরকারি কর্মকর্তা, কর্মচারীদের বেতন ভাতা ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অংশ হিসেবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়।
এনএম/জেডএস