নতুন শিক্ষাক্রমের আলোকে শিক্ষাব্যবস্থার রূপান্তর করা হবে

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি ২০২৩, ১১:১৮ পিএম


নতুন শিক্ষাক্রমের আলোকে শিক্ষাব্যবস্থার রূপান্তর করা হবে

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০২৫ সালের নতুন শিক্ষাক্রমের আলোকে শিক্ষাব্যবস্থার রূপান্তর করা হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার হবে দক্ষতাভিত্তিক প্রায়োগিক শিক্ষা।

শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর সেন্ট গ্রেগরিজ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে ভুল সংশোধন করা হবে। সামান্য ভুল বড় করে উপস্থাপন করে ইস্যু বানাবেন না। 

সপ্তম শ্রেণির সাধারণ বিজ্ঞান বইয়ের চৌর্যবৃত্তির অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমের সব বইয়ের পরীক্ষামূলক সংস্করণ ছাপানো হয়েছে। ভুল থাকলে প্রয়োজনে তা সংশোধন করা হবে। একটি মহল ছোট ভুলকে বড়ভাবে উপস্থাপন করে ইস্যু বানানোর চেষ্টা করছে।

এমএম/এমএ

Link copied