পদোন্নতির দাবিতে মাউশি ডিজিকে স্মারকলিপি

পদোন্নতির দাবিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালককে স্মারকলিপি দিয়েছে শিক্ষা ক্যাডারের ১৬তম বিসিএস ফোরাম।
রোববার ( ২৯ জানুয়ারি) ১৬তম বিসিএস ফোরামের শতাধিক শিক্ষক মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সঙ্গে প্রধান কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তারা ডিজিকে স্মারকলিপি দেন।
জানা গেছে, ১৬ তম ব্যাচের অনেক শিক্ষক সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি না পেয়ে পিআরএলে যাওয়ার আশঙ্কা করছেন।
সাক্ষাতে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চনার কারণে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে। আমরা আশঙ্কা করছি, পদোন্নতি না নিয়েই আমাদের অবসরে যেতে হবে। পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য ও বঞ্চনায় হতাশার পাশাপাশি চাপা অসন্তোষ বিরাজ করছে আমাদের মাঝে।
তিনি আরও বলেন, মহাপরিচালক আশ্বাস দিয়েছেন ১৬তম ব্যাচ থেকে যেন সর্বোচ্চ সংখ্যক শিক্ষক পদোন্নতি পান সে বিষয়ে পদক্ষেপ নেবেন।
উল্লেখ্য, ২০২৩ সালে ১৬তম ব্যাচ থেকে ৫৭ জন, ২০২৪ সালে ১৩৪ জন এবং ২০২৫ সালে ১৭৫ জন চাকরি শেষ করে পিআরএল যাবেন। আর কর্মকর্তার সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় দুটি ক্যাডারের একটি হলো শিক্ষা। বর্তমানে এই ক্যাডারে মোট পদ আছে ১৫ হাজার ৯৫০টি। এর মধ্যে কর্মরত আছেন ১৪ হাজারের কিছু বেশি কর্মকর্তা।
এমএম/এসকেডি