এমপিও কমিটির সভা আজ
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ (এমপিও) ছাড়করণ কমিটির সভা আজ সোমবার অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী, প্রতি বিজোড় মাসে একবার এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়। সে হিসেবে সোমবার (১৫ মার্চ) এ সভা ডাকা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের থেকে জানা গেছে, এ সভায় শিক্ষক-কর্মচারীদের এমপিও দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। গত কয়েকমাসে যারা শূন্য পদের বিপরীতে বিধান অনুযায়ী নিয়োগ পেয়ে যোগদান করেছেন, তাদের এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মামলার কারণে ঝুলে থাকা এমপিওর বিষয়েও সিদ্ধান্ত হয়। এমপিও আবেদন করা শিক্ষক-কর্মচারীদের আবেদন এ সভায় নিষ্পত্তি করা হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর সূত্র তথ্য নিশ্চিত করেছে।
পদাধিকার বলে এ সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। এছাড়াও সংশ্লিষ্ট বিভাগের তিনজন প্রতিনিধি, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের একজন, অধিদফতরের নয়টি আঞ্চলিক উপ-পরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা অংশ নেবেন।
শিক্ষা অধিদফতরে অনুষ্ঠিত হতে যাওয়া এ সভায় এমপিওর আওতাভুক্ত শূন্যপদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, বিএড স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
জানতে চাইলে কমিটির সদস্য মাউশির একজন পরিচালক বলেন, যথারীতি এ বৈঠক হয়। সেখানে গত দুই মাসের এমপিও হওয়ার শিক্ষক-কর্মচারীদের তথ্য হালনাগাদ ও দুই মাসের যেসব আবেদন পড়েছে তা থেকে কতজনকে এমপিও দেওয়া যাবে তার ওপর সিদ্ধান্ত হবে। সভায় দেশের ৯টি আঞ্চলিকের উপ-পরিচালক ছাড়াও মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তার উপস্থিত থাকবেন।
এনএম/ওএফ