এমপিও-উচ্চতর গ্রেডের জন্য টাকা দাবি করলে পুলিশকে জানান

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৫ পিএম


এমপিও-উচ্চতর গ্রেডের জন্য টাকা দাবি করলে পুলিশকে জানান

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কোনো কাজে টাকার প্রয়োজন নেই। একইসঙ্গে টাকার বিনিময়ে অধিদপ্তরের কোনো কাজ হওয়ার সুযোগ নেই। কেউ টাকা দাবি করলে সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানাতে বলেছে অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

প্রশাসন শাখার উপপরিচালক মো. জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে- বিভিন্ন প্রকার প্রতারক চক্র বা ব্যক্তি সরাসরি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে ব্যক্তির এমপিওভুক্তি করা, উচ্চতর স্কেল দেয়া, পদোন্নতি, ডিজির প্রতিনিধি মনোনয়নে সহযোগিতা, এমপিও শিটে নাম, পদবি, জন্ম তারিখ সংশোধন, বকেয়া দেয়া, প্রশিক্ষণে শিক্ষক-কর্মকর্তা মনোনয়ন, ইনডেক্স দেয়া ও কর্তনসহ অধিদপ্তরের বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে মাদরাসায় ফোন, ই-মেইল, এসএমএস করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টসহ বিভিন্ন মাধ্যমে টাকা দাবি করছে।

ইতোমধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তার নামে একাধিক প্রতারক চক্র বিভিন্ন মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে বলে কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। কিন্তু মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে কোনো কাজে টাকা দেওয়ার  প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুনির্দিষ্ট বিধিবিধানের ভিত্তিতে সেবা দিয়ে থাকে অধিদপ্তর। টাকার বিনিময়ে বা উপহারের বিনিময়ে কোনো কিছুই হওয়ার সুযোগ নেই। অধিদপ্তরের কার্যক্রম নিয়মিত ওয়েবসাইটে হালনাগাদ করা হয়ে থাকে। যে সমস্ত ফোন নম্বর দিয়ে টেলিফোন করে টাকা দাবি করা হয়, সে সমস্ত নম্বরগুলো চিহ্নিতের পর প্রতিষ্ঠান প্রধান বা সংশ্লিষ্ট ব্যক্তিদের তা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরকে জানাতে বলা হয়েছে।

এনএম/এমজে

Link copied