বিসিএস পরীক্ষার কেন্দ্রে থাকবে চিকিৎসক

সারাদেশে একযোগে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (১৯ মার্চ)। ইতোমধ্যে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি শেষ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যদিও পরীক্ষার্থীদের বড় একটি অংশ স্বপ্ন দেখছেন পরীক্ষা পেছানোর। শেষ মুহূর্তে অভাবনীয় কিছু হওয়ার অপেক্ষায় রয়েছেন তারা।
এ প্রসঙ্গে পিএসসির সদস্য শাহজাহান আলী মোল্লা বলেন, স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল (শুক্রবার) প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেহেতু করোনা সংক্রমণ বাড়ছে, তাই ঝুঁকি এড়াতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে একজন করে চিকিৎসক নিযুক্ত করা হবে। তাৎক্ষণিক চিকিৎসাসেবা দিতে যাবতীয় ব্যবস্থাপনা আমাদের রয়েছে।
এ বিষয়ে কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, সারাদেশের আট বিভাগে সকাল ১০টা থেকে একযোগে ৪১তম প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
এদিকে করোনার সংক্রমণ বাড়ায় ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে বৃহস্পতিবার (১৮ মার্চ) দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের আপিল বিভাগে যাচ্ছেন বিসিএস প্রত্যাশীরা। তারা আশা করছেন, আজকের মধ্যেই আপিল বিভাগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানাবেন।
শিক্ষার্থীরা বলছেন, পিএসসি একগুঁয়েমি করছে। যেখানে দেশের সবাই চাইছেন এই মুহূর্তে পরীক্ষা না হোক, সেখানে পিএসসি তাদের সিদ্ধান্ত থেকে সরে আসছে না।
গত ১৩ জানুয়ারি ৪১তম বিসিএসের তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঘোষণা অনুযায়ী, ১৯ মার্চ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৬৬ শূন্য পদে নিয়োগ দিতে ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০১৯ সালের নভেম্বরে। ওই বছরের ৫ ডিসেম্বর থেকে শুরু করে আবেদন জমা নেওয়া হয় ২০২০ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীদের মধ্য থেকে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে ৩২৩ জনসহ সাধারণ ক্যাডারে ৬৪২ জন, প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৬১৯ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জন, সহকারী শিক্ষক প্রশিক্ষণের জন্য ১৩ জনসহ মোট দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
এনএম/এসএসএইচ/এমএমজে