কওমি মাদরাসার কেন্দ্রীয় পরীক্ষা শুরু

সারাদেশে একযোগে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত।
বেফাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক হাজার ১৮৬টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। এ বছর ফজিলত, সানাবিয়া, মুতাওয়াসসিতাহ, ইবতেদাইয়্যাহ, তাহফিজুল কোরআন ও ইলমুত তাজবিদ ওয়াল কিরাত বিভাগে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখ আট হাজার ৯৯৩ জন। তাদের মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি। কেন্দ্রীয় এ পরীক্ষায় এক লাখ দুই হাজার ৫৮৪ ছাত্র এবং এক লাখ ছয় হাজার ৪০৯ ছাত্রী অংশ নিতে নিবন্ধন করেছে।
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো গত বছরের মার্চে বন্ধ হয়ে যায় কওমি মাদরাসাও। পরবর্তী সময়ে সরকারি সিদ্ধান্তে কওমি মাদরাসা খুলে দেওয়া হয়। গত বছর বিলম্ব হলেও এবার নির্ধারিত সময়েই পরীক্ষা নিচ্ছে বেফাক।
এছাড়া কওমি মাদরাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ। সোমবার (১৫ মার্চ) তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। রুটিন অনুযায়ী, ৩১ মার্চ পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৮ এপ্রিল। অর্থাৎ ৯ দিনে ১৩ বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। কোনো বিরতি ছাড়াই অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবারও। কোনো কোনো দিন দুটি বিষয়েরও পরীক্ষা হবে।
এনএম/আরএইচ/এমএমজে