স্থায়ী সনদ পেল ইস্টার্ন-ইউএসটিসি ইউনিভার্সিটি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ মার্চ ২০২৩, ০৮:৪০ এএম


স্থায়ী সনদ পেল ইস্টার্ন-ইউএসটিসি ইউনিভার্সিটি

স্থায়ী সনদ পেয়েছে আরো দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো- ইস্টার্ন এবং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রাম (ইউএসটিসি)। 

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে বিশ্ববিদ্যালয়গুলোর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানকে সনদের বিষয়ে চিঠি দিয়ে নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় স্থাপনের পর সব শর্ত পূরণ করার শর্তে এ স্থায়ী সনদ দেওয়া হয়। এ‌ সনদের ফলে এই বিশ্ববিদ্যালয়গুলো স্থায়ীভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে।

মন্ত্রণালয়ের উপসচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অনুকূলে এবং ইস্টার্ন ইউনিভার্সিটি (রোড-০৬, ব্লক-বি, আশুলিয়া মডেল টাউন, খাগান, সাভার, ঢাকা)- এর অনুকূলে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য সনদপত্র প্রদান করা হলো।

ইউএসটিসিকে কোনো শর্ত ছাড়াই সনদ দেওয়া হলেও ইস্টার্ন ইউনিভার্সিটিকে কিছু শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-

ক) সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৮৬০ অনুযায়ী অনতিবিলম্বে নিবন্ধন সম্পন্ন করে তা শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে অবহিত করতে হবে।

খ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কমিটির মতামত বা সুপারিশের আলোকে একজন পূর্ণকালীন লাইব্রেরিয়ান নিয়োগ ও কম্পিউটার ল্যাবে সর্বশেষ সংস্করণের প্রসেসর (কোর আই ৯) কিনতে হবে এবং ল্যাবের আধুনিকায়ন করতে হবে।

এনএম/জেডএস 

Link copied