কর্মস্থলে অনুপস্থিত, চাকরিচ্যুত হচ্ছেন মাউশির কর্মকর্তা

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ মার্চ ২০২৩, ০৪:৫২ পিএম


কর্মস্থলে অনুপস্থিত, চাকরিচ্যুত হচ্ছেন মাউশির কর্মকর্তা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) সাধারণ শিক্ষা ক্যাডার সহকারী অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিনকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণে গিয়ে ফিরে না আসায় সরকারি চাকরিবিধি অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইংরেজি বিভাগের শিক্ষক কামাল উদ্দিন ২০১৭ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় মাস্টার্স ডিগ্রি করতে যান। ২০২০ সালের ১২ ডিসেম্বর পর্যন্ত ছুটি নিয়ে বিদেশে এ কোর্স করতে গেলেও এখন পর্যন্ত তিনি কর্মস্থলে যোগদান করেননি। সে কারণ ২০২০ সালের ৩০ ডিসেম্বর তাকে কারণ দর্শানোর জন্য শোকজ করা হলেও তার জবাব দেননি। এরপর গত বছরের ১৬ মে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে একটি চিঠি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

জানা গেছে, এ চিঠির আলোকে গত ২৮ মার্চ মন্ত্রণালয় থেকে আরেকটি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, মোহাম্মদ কামাল উদ্দিন (ওএসডি) মাউশির কর্মকর্তা ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত কর্মস্থলে যোগদান করেনি। তার অনুপস্থিত থাকার অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য অভিযুক্তের স্থায়ী ও বর্তমান ঠিকানা, কর্মস্থল, চাকরিতে যোগাদনের তারিখ, বেতন স্কেল, আহরিত বেতন-ভাতা ও ই-মেইল ঠিকানা উল্লেখ করে যাবতীয় তথ্য প্রতিবেদন আকারে জরুরিভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর জন্য মাউশিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এনএম/এসএম

Link copied