ইইডির প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেলেন দেলোয়ার হোসেন

রুটিন দায়িত্ব পালন করা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেনকে প্রধান প্রকৌশলী দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে তিনি এখন সরাসরি আর্থিক, প্রশাসনিকসহ সব দায়িত্ব পালন করতে পারবেন।
যদিও রুটিন দায়িত্বে থাকার সময় তাকে আর্থিকসহ অন্যান্য দায়িত্ব পালনে বিশেষ ক্ষমতা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এখন চলতি দায়িত্ব পাওয়ার পর সরাসরি আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালনের কোনও বাধা নেই।
সোমবার (১২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জ্যেষ্ঠতার ভিত্তিতে নিজ বেতন ও বেতনক্রমে প্রধান প্রকৌশলী দায়িত্ব পালন করবেন।
এ দায়িত্ব কোনও পদোন্নতি নয় এবং চলতি দায়িত্বে প্রদানের কারণে তিনি পদোন্নতি দাবি করতে পারবেন না। প্রধান প্রকৌশলী পদ নিয়মিত পদোন্নতির মাধ্যমে পূরণ করা হলে এ চলতি দায়িত্বের আদেশ বাতিল বলে গণ্য হবে। তিনি বিধি মোতাবেক চলতি দায়িত্বে ভাতাসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
এর আগে ২০২২ সালের ১৩ অক্টোবর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব দেওয়া হয় দেলোয়ার হোসেন মজুমদারকে।
এনএম/এসএম