এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ

আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সারাদেশে এক যুগে এ পরীক্ষায় ২০ লাখের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করছে। শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। তাই রাজধানী ঢাকাসহ বিভিন্ন মহানগর ও জেলা শহরে পরীক্ষার্থীদের শহরের যানজটের বিষয়টি মাথায় রেখে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও শিক্ষকরা।
তারা বলেন, বিশেষ করে রাজধানীতে যানজট দৈনন্দিন ঘটনা। পরীক্ষার শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রীয় প্রবেশ করতে হবে তাই পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হতে হবে। শিক্ষার্থীদের বাসা থেকে কেন্দ্রের দূরত্ব অনুযায়ী সেই সময় নির্ধারণ করার পরামর্শ দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।
>>>ফেসবুকে প্রশ্নফাঁসের গুজব, চারটি গ্রুপ নজরদারিতে
এ ব্যাপারে অন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, রোববার সপ্তাহের প্রথম দিন। গত সপ্তাহে ঈদের ছুটি শেষে হলেও আজকে রোববার থেকে পুরোদমে অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। তাই রাস্তায় বড় ধরনের একটা যানজট তৈরি হতে পারে। এ বিষয়টি মাথায় রেখে আগেভাগে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে বাসা থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বের হওয়ার পরামর্শ দিচ্ছি আমরা।
পরীক্ষার্থীর উদ্দেশে বোর্ড চেয়ারম্যান বলেন, পরীক্ষা কেন্দ্র কত দূরত্ব তা অনুমান করে অনেকটা সময় হাতে নিয়ে রওনা দিতে হবে। কারণ সকালে, বিশেষ করে ঢাকা শহরে প্রচণ্ড যানজট থাকে। পরীক্ষার আগের দিন রাতেই কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে হাতের কাছে রাখতে হবে। প্রবেশেপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি করে বাসায় রাখবে এবং মূল কপি সঙ্গে নিয়ে যাবে।
>>>‘কী লিখব পরীক্ষায়, সব প্রস্তুতি মাটি হয়ে গেছে’
ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, আজ তোমরা জীবনের গুরুত্বপূর্ণ একটি একটি অধ্যায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ। আশা করি, তোমাদের প্রস্তুতি ভালো হয়েছে। রাজধানীসহ বিভিন্ন মহানগরী ও জেলা শহরে যারা পরীক্ষা দেবে তারা হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হবে। তোমাদের উদ্দেশে আমার বিশেষ পরামর্শ হলো, পরীক্ষার আগে কোনো অহেতুক চাপ নেবে না, ঘাবড়াবে না। সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছ, এটাই তোমাদের মনোবল। যতটুকু প্রস্তুতি হয়েছে সে প্রস্তুতির আলোকে সর্বোচ্চ লেখার চেষ্টা করবে।
পরীক্ষার দিনগুলোতে শরীরের প্রতি বিশেষ যত্ন নেবে যাতে অসুস্থ হয়ে না যাও। গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহে প্রচুর বিশুদ্ধ পানি পান করবে। অযথা রোদে ঘোরাঘুরি করবে না। খুব বেশি রাত জাগবে না।
পরীক্ষার হলে শিক্ষার্থীদের আর যা মনে রাখতে হবে
শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীর দেরি হলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, দেরি হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিখে রাখা হবে।
>>>প্রবেশপত্র না পেয়ে স্কুলের বারান্দায় ১৬ শিক্ষার্থীর অবস্থান
পরীক্ষার হলে খাতার পৃষ্ঠার প্রয়োজনীয় তথ্যসমূহ প্রবেশপত্র দেখে সাবধানে লিখবে, যাতে ভুল না হয়। সঠিকভাবে বৃত্তসমূহ ভরাট করবে। কোনো কারণে ভুল হয়ে গেলে তা গোপন না করে অবশ্যই কক্ষ পরিদর্শককে জানাবে এবং তার নির্দেশনা অনুসারে কাজ করবে।
যে প্রশ্নটির উত্তর তোমার সবচেয়ে ভালো জানা, তা দিয়েই লেখা শুরু করবে। পরবর্তী নতুন প্রশ্নটি অবশ্যই পৃষ্ঠার শুরু থেকে লিখবে। একটি প্রশ্নের উত্তর অহেতুক বড় না করে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে তোমাদের সামগ্রিক ফলাফল ভালো হবে।
>>>‘পরীক্ষা দিতে না পেরে মেয়ের যদি কিছু হয়ে যায়, দায়ভার কে নেবে?’
কারও হাতের লেখা অস্পষ্ট হলে প্রতিটি লাইনের মাঝে যথেষ্ট ফাঁক রাখবে। প্রশ্নের উত্তরে পর্যাপ্ত তথ্য ও উপাত্ত এবং বিশেষ করে বিজ্ঞানে প্রয়োজনীয় চিত্র দিলে ভালো নম্বর পাওয়া যায়।
কোনো বিষয়ের পরীক্ষা আশানুরূপ ভালো না হলে সেটি ভেবে সময় নষ্ট না করে পরবর্তী পরীক্ষার জন্য আরও ভালো প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবে, যেন পরীক্ষার সামগ্রিক ফলাফল ভালো হয়।
এনএম/এসকেডি