পরীক্ষাকেন্দ্রে ঢুকছেন শিক্ষার্থীরা, বাইরে অভিভাবকদের জটলা

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে এবং পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হওয়ার সময় সকাল ১০টা। শেষ হবে দুপুর ১টায়।
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে শিক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। সে কারণে নির্ধারিত সময়ের আগে কেন্দ্রগুলোতে শিক্ষার্থী-অভিভাবকরা ভিড় জমিয়েছেন। রোববার সকাল ৯টা থেকে কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছেন শিক্ষার্থীরা।
রাজধানীর বাড্ডা হাইস্কুলকেন্দ্রের সামনে দিয়ে দেখা যায়, সকাল সাড়ে ৮টার দিকে কেন্দ্রের বাইরে ভিড় করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে। এ কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির।

চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। গতবারের চেয়ে যা ৫০ হাজার ২৯৫ জন বেশি। তিন হাজার ৮১০টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা।
বাড্ডা হাইস্কুল কেন্দ্রে সিট পড়েছে বিএন হাইস্কুলের শিক্ষার্থীদের। শিক্ষার্থী আবির ফেরদৌস মুখর বলেন, প্রথমবারের মতো এমন পরীক্ষায় অংশ নিচ্ছি, একটু বেশি এক্সসাইটেড। আগেই বাবা-মাকে নিয়ে কেন্দ্রে এসেছি। এসে দেখি খুবই ভিড়। কিছুটা ভয় ভয় লাগছে।

এই কেন্দ্রে সিট পড়া রাজধানী আইডিয়াল স্কুলের শিক্ষার্থী মুনতাসির আল রাফির বাবা সিদ্দিকুর রহমান বলেন, এত বড় পাবলিক পরীক্ষা, তাই ছেলেকে কেন্দ্রে নিয়ে এসেছি। যানজটসহ বিভিন্ন কারণে অনেক আগেই কেন্দ্রে উপস্থিত হয়েছি। তবে, মূল রাস্তার সঙ্গে কেন্দ্রটি হওয়ায় যানজটের মুখে পড়তে হয়েছে। অভিভাবকরাও প্রচুর ভিড় করছেন। আসলে সন্তানের এত বড় একটি পরীক্ষা, তাই অভিভাবকরা এসেছেন। তারা কেন্দ্রে প্রবেশ করলে অভিভাবকদেরও টেনশন শুরু হয়ে যাবে।
চলতি বছর মাদ্রাসা শিক্ষাবোর্ডে মোট কেন্দ্র ৭১৬টি এবং শিক্ষাপ্রতিষ্ঠান নয় হাজার ৮৫টি। কারিগরি শিক্ষাবোর্ডে মোট কেন্দ্র ৮৫০টি এবং মোট শিক্ষাপ্রতিষ্ঠান দুই হাজার ৯২৭টি। এবার মোট শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ২০৭টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি।

এদিকে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, ২০২৩ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ৩০ এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
যেহেতু পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন সেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-৩/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে।
এএসএস/ওএফ