কওমী মাদরাসার দাওরা পরীক্ষা শুরু ৩ এপ্রিল

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ মার্চ ২০২১, ০৭:১৬ পিএম


কওমী মাদরাসার দাওরা পরীক্ষা শুরু ৩ এপ্রিল

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে কওমী মাদরাসার দাওরা পরীক্ষা তিন দিন পেছানো হয়েছে। পূর্ব নির্ধারিত তারিখ ৩১ মার্চের পরিবর্তে এ পরীক্ষা শুরু হবে আগামী ৩ এপ্রিল (শনিবার)।

মঙ্গলবার (৩০ মার্চ) বেফাকের প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল কাশেম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩ এপ্রিল শুরু হয়ে এ পরীক্ষা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।  

প্রশাসনিক কর্মকর্তা আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের মাদরাসা বন্ধ আছে। তবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে। যারা এ মুহূর্তে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, মাদরাসার প্রত্যয়ন সাপেক্ষে আল-হাইআতুল উলয়া তাদের জন্য পরে পরীক্ষার ব্যবস্থা করবে।

এর আগে সোমবার (২৯ মার্চ) কওমী মাদরাসাসহ সব প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাসহ ১৮ দফা নির্দেশনা দেয় সরকার। এতে ১৬ নম্বর নির্দেশনায় বলা আছে  উপস্থিত হতে হয় এমন যেকোনো ধরনের গণপরীক্ষার ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

এনএম/জেডএস

Link copied