এবার আলিমের আইসিটি বিষয়ের নম্বর কমলো
সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে এবার চলতি বছরের আলিমের আইসিটি পরীক্ষার নম্বর কমানো হয়েছে। আইসিটি বিষয়ের ১০০ নম্বরের পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা হবে ৭৫ নম্বরে। এর ভেতর ব্যাবহারিকে থাকবে ২৫ নম্বর, আর লিখিত অংশে থাকবে ৫০ নম্বর। লিখিত অংশে ৩০ নম্বর রচনামূলক ও এমসিকিউ অংশে ২০ নম্বর থাকবে।
বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় আইসিটি বিষয়ের পরিবর্তিত নম্বর বিভাজন প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মুহাম্মদ শাহ আলমগীরের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলিমের আইসিটি বিষয়ের পরীক্ষা হবে মোট ৭৫ নম্বরের। এর মধ্যে লিখিত পরীক্ষা হবে ৫০ নম্বরের। আর ব্যাবহারিক পরীক্ষা হবে ২৫ নম্বরের। লিখিত অংশে রচনামূলকে ৩০ নম্বর ও এমসিকিউতে ২৫ নম্বর থাকবে। রচনামূলকে মোট আটটি প্রশ্ন থাকবে, এর মধ্যে থেকে তিনটির উত্তর দিতে হবে। আর এমসিকিউ অংশে থাকবে ২৫টি প্রশ্ন থাকবে, এর মধ্যে ২০টির উত্তর দিতে হবে। রচনামূলক পরীক্ষা হবে দুই ঘণ্টা ও বহুনির্বাচনি অংশে পরীক্ষা হবে ২৫ মিনিট।
এইচএসসি ও আলিমের আইসিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হওয়ার কথা ছিল। এ ক্ষেত্রে ৭৫ নম্বরের লিখিত পরীক্ষা ও ২৫ নম্বরের ব্যাবহারিক পরীক্ষায় বসতে হতো শিক্ষার্থীদের। এক্ষেত্রে রচনামূলক অংশে আটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হতো, আর এমসিকিউতে ২৫টি প্রশ্নের সবগুলোর উত্তর করতে হতো। কিন্তু গতকাল (মঙ্গলবার) এইচএসসি ও আলিমের নম্বর কমানোর ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এনএম/কেএ