বছরের প্রথমদিন থেকে শিক্ষক-কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশ

প্রাথমিক শিক্ষা অধিদফতরের ফাইল ছবি
করোনাভাইরাসের কারণে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠা বন্ধ থাকলেও নতুন বছরের প্রথমদিন থেকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারীদের স্কুলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত শিক্ষার্থীদের বই বিতরণসহ স্কুল পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য এ নির্দেশনা পাঠানো হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে দেশের বিভাগীয় উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে নির্দেশনাটি পাঠানো হয়।
এতে উপ-পরিচালক, জেলা ও উপজেলা কর্মকর্তাদের অফিসে উপস্থিতি থাকার নির্দেশ দেওয়া হলেও, অসুস্থতা ও সন্তানসম্ভবা শিক্ষকদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় বলে জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, ‘বিগত বছরগুলোর মতো ২০২১ সালের ১ জানুয়ারি প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শতভাগ শিক্ষার্থীর মাঝে নতুন বই তুলে দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রধান শিক্ষকসহ সব শিক্ষক-কর্মচারীদের বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’
এতে আরও জানানো হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা সর্বশেষ প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী অসুস্থ ও সন্তানসম্ভবা শিক্ষক-কর্মচারীরা বিদ্যালয়ে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবেন।’
এনএম/এমএইচএস