সামসুল হক খান কলেজে পাসের হার ৯৯.৮২ শতাংশ

রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় ফলাফলে চমক দেখিয়েছে। প্রতিষ্ঠানটি থেকে এবার ৯৯.৮২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। চলতি বছর ১০৯৮ জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ১০৯৬ জন। বিজ্ঞান বিভাগ থেকে ৭২৮ জনে ৬৯৬, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২২৯ জনে ১৩৫ ও মানবিক বিভাগ থেকে ১৪১ জনে ৬৮ জিপিএ-৫ পেয়েছে। সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখায় শিক্ষার্থী ও তাদের অভিভাবক সন্তুষ্টি প্রকাশ করছেন।
ফল প্রকাশে পর শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দে আত্মহারা হয়ে যান এসময়। নাচ, গান ও উচ্ছ্বাসে মেতে ছিল পুরো প্রতিষ্ঠান প্রাঙ্গণ।
ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে প্রতিষ্ঠান প্রধান প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, আজ আমরা খুবই আবেগাপ্লুত। আমাদের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করতে পেরেছে। নিত্যনতুন পরিকল্পনা ও সামগ্রিক সমন্বয়ের মধ্যদিয়ে প্রতিষ্ঠানে পাঠ পরিকল্পনা সম্পাদিত হয়, তাই সবপর্যায়ে শিক্ষার্থীরা বারবার সাফল্য অর্জন করে, উজ্জ্বল করেছে প্রতিষ্ঠানের ভাবমূর্তি।

প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান আলহাজ সামসুুদ্দিন ভূঁইয়া সেন্টু উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছেন।
প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী ও অভিভাবক মো. মোনায়েম খান বলেন, প্রিন্সিপালের নেতৃত্ব ও পরিচালনায় দেশের মধ্যে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ একটি অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে উঠেছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠানের অর্জন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞান বিভাগের গোল্ডেন ৫+ প্রাপ্ত শিক্ষার্থী সানজিদা সুলতানা মাহী তার অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি আমার রেজাল্টে আনন্দে অভিভূত। আল্লাহর কাছে হাজার শোকরিয়া প্রকাশ করছি। প্রিন্সিপাল স্যারের নিয়মিত উৎসাহ-অনুপ্রেরণা ও শিক্ষকদের আন্তরিকতার ফলেই আমার প্রত্যাশা পূরণ হয়েছে। আব্বু-আম্মুর স্বপ্ন সফল হয়েছে।
ব্যবসায় শিক্ষা বিভাগের গোল্ডেন ৫+ প্রাপ্ত শিক্ষার্থী খাদিজা আক্তার তার রেজাল্ট পেয়ে অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেছেন, সব শিক্ষকের অনুপ্রেরণা ও চেষ্টায় প্রতিষ্ঠান অসাধারণ ফল অর্জন করেছি। আমি আমার অর্জিত ফলের জন্য খুবই কৃতজ্ঞ তাদের কাছে।
এর আগে ২০২২ সালেও সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জন করেছিল। ১০৭৫ জনে ১০৭৩ জন উত্তীর্ণ হয় এবং জিপিএ-৫ অর্জন করে ১০১৫ শিক্ষার্থী।
এনএম/পিএইচ