ভিকারুননিসার অধ্যক্ষ ফওজিয়া অপসারণ

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ ডিসেম্বর ২০২০, ০৫:৫৬ পিএম


ভিকারুননিসার অধ্যক্ষ ফওজিয়া অপসারণ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া রেজওয়ান

দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া রেজওয়ানকে অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রাণালয়ের উপ সচিব শ্রীকান্ত চন্দ্র সাহা স্বাক্ষারিত এক আদেশে তাকে অপসারণ করা হয়।

তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ওএসডি করা হয়েছে বলেও আদেশের উল্লেখ করা হয়েছে।

২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর বিসিএস কর্মকর্তা ফওজিয়া রেজওয়ানকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এদিকে অপর এক আদেশে রাজধানীর দুয়ারিপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুন নাহারকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে প্রেষণে বদলি করা হয়েছে।

এনএম/এসএম

Link copied