হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব নিয়ে ইন্টারঅ্যাকটিভ সেশন

ছোট থেকেই শিক্ষাক্ষেত্রে হাতে-কলমে বিজ্ঞান চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সঙ্গে কৌতূহল, ক্রিটিক্যাল চিন্তাভাবনা, পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি করে। এর মাধ্যমে তারা শুধুমাত্র মজা করার জন্যই শেখে না, বরং আত্মবিশ্বাস, শিক্ষার প্রতি একটি ইতিবাচক মনোভাব তৈরি করে, যা পরবর্তী সময়ে তাদের অ্যাকাডেমিক সাফল্যের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে।
সম্প্রতি বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং স্পেস ইনোভেশন ক্যাম্পের উদ্যোগে ৪-১৪ বছর বয়সী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা কেন গুরুত্বপূর্ণ’ শীর্ষক ইন্টারঅ্যাকটিভ সেশন।
সারা বাংলাদেশ থেকে প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী আয়োজনটিতে অংশগ্রহণ করেন।
সেশনটিতে ইনস্ট্রাক্টর হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. লাফিফা জামাল, বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু।
উল্লেখ্য, শিশু-কিশোরদের মহাকাশ বিজ্ঞান সম্পর্কিত বিষয়ে আগ্রহী করে গড়ে তুলতে বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও স্পেস ইনোভেশন ক্যাম্পের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড’ পাওয়ার্ড বাই এসিআই পিউর সল্ট।
কেএ
