জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের স্থগিত পরীক্ষা শুরু ১৭ জানুয়ারি

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ ডিসেম্বর ২০২০, ০৮:৫২ পিএম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের স্থগিত পরীক্ষা শুরু ১৭ জানুয়ারি

২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা করোনা মহামারি কারণে স্থগিত করা হয়েছিল। এসব পরীক্ষা ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। সে অনুযায়ী সূচিও প্রকাশ করা হয়েছিল। তবে ১৬ জানুয়ারি নয়, এ পরীক্ষাগুলো ১৭ জানুয়ারি থেকে শুরু হবে। ১৬ জানুয়ারি স্থানীয় সরকার নির্বাচন থাকায় ১৭ জানুয়ারি থেকে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক মো. ফয়জুল করিমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, স্থানীয় সরকার নির্বাচন থাকায় অনার্স ৪র্থ বর্ষের স্থগিত পরীক্ষাগুলো ১৭ জানুয়ারি থেকে শুরু হবে। এ পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত পুনঃসংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

জুনে এসএসসি, জুলাইয়ে এইচএসসি 
পরিস্থিতি যদি অনুকূলে থাকে তবে আগামী বছরের এসএসসি পরীক্ষা জুনে ও এইচএসসি পরীক্ষা জুলাইয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রী জানান, ২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে। বিষয়টি নিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং বিশেষজ্ঞ একটি কমিটি কাজ করছে। আগামী ১৫ জানুয়ারি এসএসসি ও ২৯ জানুয়ারির মধ্যে এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস জানিয়ে দেওয়া হবে। 

এ ছাড়া এবার বই উৎসব হচ্ছে না বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। একদিনে বই বিতরণ না করে স্বাস্থ্যবিধি মেনে মোট ১২ দিনে শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে স্কুল থেকেই বই বিতরণের এ সিদ্ধান্ত হয়েছে। আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব জানান মন্ত্রী। 

এনএম/এনএফ

Link copied