‘বিহাইন্ড দ্য লেন্স’-এ পাকিস্তানি তরুণ নির্মাতা ইরফান নূর কে

বাংলাদেশে মোবাইল ফিল্মমেকিং এর প্রচার ও প্রসারে দেশবিদেশের চলচ্চিত্রকারদের সাথে নিয়ে একসঙ্গে কাজ করার শক্তিশালী প্রয়াসের একটি অংশ হচ্ছে ডিআইএমএফএফ এর এ 'বিহাইন্ড দ্য লেন্স' ইভেন্ট। এটি শুরু থেকেই সিনেমার উৎকর্ষ প্রচারে এবং ভবিষ্যতের চলচ্চিত্রকাদেরকে মোবাইলের মাধ্যমে অর্থপূর্ণ চলচ্চিত্র নির্মাণের জন্য অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে।
এবার ইউল্যাব ইউনিভার্সিটির ১০তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৪ এর ‘বিহাইন্ড দ্য লেন্স’-এ অংশ নিলেন পাকিস্তানের তরুণ নির্মাতা ইরফান নূর কে। ফেস্টিভ্যালের ‘বিহাইন্ড দ্য লেন্স’ সেশনে বিশেষ অতিথি হিসেবে তিনি উপস্থিত হন।
ডিআইএমএফএফ’২৪ এর ইউল্যাব ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের দ্বারা আয়োজিত এই ইভেন্টের শুরুতেই ইরফান নূরের পুরস্কার বিজয়ী চলচ্চিত্র 'দ্য ল্যান্ড অব মাই ফোরফাদার' প্রদর্শিত হয়।
পরিচালক তার জন্মভূমি বেলুচিস্তানের প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা করার সময় আবিষ্কার করেন, ঐতিহাসিক তাৎপর্য থাকা সত্ত্বেও, তার পূর্বপুরুষদের অনেক কিছুই নথিভুক্ত নয় এবং হারিয়ে যাচ্ছে। তিনি তার অনুভূতি ভাগাভাগি করে বলেন, প্রত্নতত্ত্ব এবং ইতিহাসের প্রতি গভীর ভালবাসা থাকার কারণে আমি আমাদের স্বদেশের হারিয়ে যাওয়া প্রাচীন ইতিহাসের সন্ধান করতে সহকর্মীদের সঙ্গে যাত্রা শুরু করেছিলাম।
তিনি বলেছেন, মহামারির সময় দ্য ল্যান্ড অব মাই ফোরফাদারস ডকুমেন্টারি ফিল্মটি একটি মোবাইল ফোনে শুট করেছিলাম এবং ছবিটির উদ্দেশ্য ছিল ভুলে যাওয়া দর্শনীয় স্থান এবং নিদর্শনগুলির পিছনের রহস্য উদঘাটন করা। ফিল্ম স্ক্রিনিংয়ের পর উন্মুক্ত ‘প্রশ্ন-উত্তর’ সেশন অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালয়ের (ডিআইএমএফএফ) পক্ষে উপদেষ্টা সৈয়দা সাদিয়া মাহজাবিন এবং প্রশিক্ষক হুমায়ুন ফরিদ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল দেশবিদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীলতা প্রদর্শনের একটি অনন্য প্ল্যাটফর্ম। সংগঠনটি ২০১৫ সালে 'নিউ জেনারেশন, নিউ টেকনোলজি, অ্যান্ড নিউ কমিউনিকেশন' স্লোগাণ নিয়ে যাত্রা শুরু করে। মোবাইল ফোনের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণকে উৎসাহিত করতেই তাদের এ আয়োজন।
ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) এর ১০তম সংস্করণ ২০২৪ সালের ৩ ও ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
পিএইচ
