বুটেক্সের নতুন রেজিস্ট্রার ড. আলিমুজ্জামান

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩১ ডিসেম্বর ২০২০, ০৪:৫৭ পিএম


বুটেক্সের নতুন রেজিস্ট্রার ড. আলিমুজ্জামান

অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান। বিভাগীয় প্রধানের দায়িত্বের পাশাপাশি রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্বপালন করবেন তিনি।

বৃহস্পতিবার (৩১ ডিস্বেম্বর) অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামানকে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) দিয়ে অফিস আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের আদেশে বলা হয়েছে- অধ্যাপক ড. আলিমুজ্জামান ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বপালন করবেন এবং তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ভাতা ও পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন।

বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. মনিরুল ইসলাম গতকাল বুধবার অবসরে যাওয়ায় রেজিস্ট্রার পদটি শূন্য হয়।

অধ্যাপক আলিমুজ্জামান ১৯৯২ সালে তৎকালীন কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্বপালন করেন।

এনএম/টিএম

Link copied