কর্মস্থলে অনুপস্থিত স্কুলের ২৮ শিক্ষক-কর্মচারীকে শোকজ
![কর্মস্থলে অনুপস্থিত স্কুলের ২৮ শিক্ষক-কর্মচারীকে শোকজ](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2024April/mausi-bg-20240401153321.jpg)
কোনো ধরনের ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে দেশের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২৮ জন শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। পাঁচ দিনের মধ্যে ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণ স্ব স্ব জেলা শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হয়ে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (০১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শোকজ করা ২৮ জনের মধ্যে ২৫ জন শিক্ষক ও তিনজন কর্মচারী। শিক্ষকদের মধ্যে চট্টগ্রামের ১০ জন, খুলনার ৫, কুমিল্লা-ময়মনসিংহ-রাজশাহীর ৩ জন করে ৯ জন এবং ঢাকার ১ জন। কর্মচারীদের মধ্যে দুজন বরিশালের ও একজন কুমিল্লার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব ঘোষণা ব্যতিরেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়মিত পরিদর্শনের প্রতিবেদন (জানুয়ারি/২০২৪ মাসের) মাউশি অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে মাধ্যমিক উইংয়ে প্রেরণ করা হয়। ওই পরিদর্শন প্রতিবেদনে বিভিন্ন জেলার নিম্নোক্ত শিক্ষক/কর্মচারীদের বিদ্যালয়ে অনুপস্থিতির বিষয়টি পরিলক্ষিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অননুমোদিতভাবে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার বিষয়ে সুস্পষ্ট কারণ আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে স্ব স্ব জেলা শিক্ষা অফিসে সশরীরে হাজির হয়ে দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এনএম/জেডএস