মতিঝিল আইডিয়ালে জিপিএ-৫ পেল ৮০ শতাংশ শিক্ষার্থী

প্রতি বছরের মতো ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্যের ধারা বজায় রেখেছে রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। চলতি বছরের এসএসসিতে এ প্রতিষ্ঠান থেকে মোট ২ হাজার ৪১১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে পাস করেছে ২ হাজার ৪০১ জন। পাসের হার ৯৯ দশমিক ৫৯ শতাংশ।
রোববার (১২ মে) ঢাকা বোর্ডের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
জানা গেছে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় মতিঝিল আইডিয়াল স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১৯৫৬ জন। প্রতিষ্ঠানটির ৮০ দশমিক ৯৬ শতাংশ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
আরও পড়ুন
জানতে চাইলে প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক রোকনুজ্জামান শেখ বলেন, যে ১০ জন শিক্ষার্থী ফেল করেছে তারা পরীক্ষা অসমাপ্ত রেখে বিদেশ চলে গেছে। তার মানে আমাদের এখান থেকে থেকে কেউ ফেল করেনি।
তিনি বলেন, ভালো ফলের প্রধান নিয়ামক হলো এখানকার শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা। শিক্ষার্থীদের প্রতিদিনের পড়া প্রতিদিন শ্রেণিকক্ষে শেষ করার পাশাপাশি দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়া হয়। সে কারণে এ স্কুলে একজন দুর্বল শিক্ষার্থীও ভালো হয়ে ওঠে। ভালো ফলের জন্য তিনি শ্রেণি শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান।
এনএম/এসএসএইচ